সাংবাদিক নিখিল ভদ্রকে চাপা দেয়া বিআরটিসি বাসের চালককে আটক করেছে পল্লবী থানা পুলিশ। বুধবার রাত পৌনে ১১টার দিকে মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া বাসচালকের নাম সোহেল রানা (২২)।
পল্লবী থানার ডিউটি অফিসার বকুল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার পুলিশের একটি দল মিরপুর ১২ নম্বর স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাস চালক সোহেলকে আটক করে। আটকের পর সোহেল রানাকে শাহবাগ থানায় পাঠিয়ে দেয়া হয়। উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাবের উল্টো দিকে বিএমএ ভবনের সামনে বিআরটিসি’র একটি বাস নিখিল ভদ্রকে চাপা দেয়।
এতে গুরুতর আহত নিখিলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ডান পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলেন। পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।