বাংলাদেশে ২০০১ সালের নির্বাচনের পর দেশজুড়ে যে সহিংসতা হয়েছিল, তার জন্য বিগত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্যসহ ২৬ হাজারের বেশি মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এ ঘটনায় গঠিত জুডিশিয়াল তদন্ত কমিশন৻
২০০১ সালের ঐ নির্বাচনের পর পরাজিত দল আওয়ামী লীগ অভিযোগ করেছিল, তাদের সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তখন সহিংসতা এবং নির্যাতনের শিকার হয়েছিলেন৻
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টটি প্রকাশ করেছেন৻
এ ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ মোট ২৬ হাজার ৩৫২ জনকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে ।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সেই বিচার বিভাগীয় কমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন হিন্দু সম্প্রদায়ভুক্ত ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনকারী হিসেবে ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করেছে সরকার।
কমিশনের সুপারিশ অনুসারে সহিংসতার জন্য মামলা দায়ের করে অপরাধীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন।
একটি মানবাধিকার সংগঠনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ২০০৯ সালে গঠিত ঐ কমিশন এ বছর এপ্রিল মাসে তাদের প্রতিবেদনটি সরকারের কাছে জমা দেয়।
তালিকায় প্রকাশিত অভিযুক্ত মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক পানিসম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহম্মেদ, সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জহির উদ্দিন স্বপন ছাড়াও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসাইন সাঈদী।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক