ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
এ বছরের ‘সশস্ত্র বাহিনী দিবসে’ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ-সহ বিএনপি’র ২৬ জন দাওয়াত পেয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।
চেয়ারপার্সনের একান্ত সচিবের উদ্ধৃতি দিয়ে বিএনপি’র মিডিয়া সেল আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।