রাহাদুল হাসান রাতুল, তিতুমীর প্রতিনিধি:: তিতুমীর কলেজের নতুন হল তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক আবু জাফর মুহাম্মদ মাসুদ উজ্জামান জানিয়েছেন, টেন্ডার দেওয়ার পর সর্বোচ্চ ২ মাসের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হলে শিক্ষার্থীরা নতুন হলে উঠতে পারবে। তবে বর্তমানে নতুন হলটি বসবাসের উপযোগী নয়।

তিনি জানান, গ্যাসের লাইন সংযোগ, সোয়ারেজ লাইন স্থাপন এবং হলে যাওয়ার জন্য নির্দিষ্ট রাস্তা নির্মাণের মতো তিনটি বড় সমস্যা এখনো রয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সতিকসাসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

তিনি উল্লেখ করেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ২ মাসের মধ্যেই বিদ্যমান সকল সমস্যা সমাধান করা হবে। তারপরই শিক্ষার্থীরা নতুন হলে উঠতে পারবেন। ৫০৪টি সিটের এই হলে প্রতিটি রুমে আটটি করে সিট থাকবে এবং যথাযথ আবেদন ও শর্তপূরণের পর শিক্ষার্থীরা হলে থাঅতে পারবেন।

তবে হলের জন্য কোনো সরকারি বরাদ্দ বা ভর্তুকি না থাকায় শিক্ষার্থীদের প্রদত্ত ফি থেকেই যাবতীয় খরচ বহন করা হবে বলে জানান‌ তিনি।

তিনি জানান, হলে থাকার জন্য সাত হাজার টাকা করে প্রদান করতে হবে।

হল তত্ত্বাবধায়ক বলেন, কতৃপক্ষ থেকে কোন‌ বরাদ্দ দেয়া হয়না। তাই শিক্ষার্থীদের কাছ থেকেই প্রাপ্ত অর্থ দিয়ে অল্প অল্প করে আমরা হলকে সমৃদ্ধ করার চেষ্টা করব।

তিনি বলেন, রিডিং রুম ও খাবারের মান ফার্স্ট প্রায়োরিটি থাকবে। শিক্ষার পরিবেশ শতভাগ নিশ্চিত করা হবে।

এছাড়াও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাস সংস্কার করা হলে সেখানে তাদের জন্য ব্যবস্থা করা হবে তিনি আশা ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here