ছাইদুর রহমান, জামালপুর
শুক্রবার সকালে পৌরসভার ঝালুপাড়া ঘাট এলাকা হতে সরিষাবাড়ী থানার পুলিশ ৩ বস্তা ভারতীয় জিরা এবং ১ বস্তা এলাচসহ বিভিন্ন মসলা আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই মোয়াজ্জেম এবং কনষ্টেবল তৌহিদ একটি সিএনজি থেকে ৪ বস-া মসলা আটক করে।
এ সময় পুলিশ মসলা ব্যবসায়ী সিরাজগঞ্জের কাজীপুর থানার নাটিয়ার পাড় গ্রামের মহর আলীর পুত্র সুলতানকে গ্রেফতার করে। পরে পুলিশ সুলতানকে ৪ বস-া মসলাসহ এবং সিএনজি চালককে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।
দুপুরে এরিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছিল বলে পুলিশ জানায়।