সরিষাবাড়ীতে টানা শৈত প্রবাহ এবং প্রচন্ড ঠান্ডায় গত দুই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ২০ জন শিশু।
আজ সোমবার ইস্পিঞ্জাপুর গ্রামের নজরুল ইসলামের কন্যা হামজা (৩দিন), সামর্থবাড়ীর লিটন মিয়ার ছেলে পবিত্র (৭মাস), সুরুজের পুত্র শিপন (৭দিন), টাকুরিয়া গ্রামের শহিদ্রল ইসলামের পুত্র লিখন (৪০ দিন), বীরতারা এলাকার দুখু মিয়ার পুত্র দিপু (১৬ দিন),
রোববার ভবানীপুর এলাকার মোন্তাফিজুর রহমানের পুত্র অর্ণব (৭ দিন), চর বড়বাড়ীয়া এলাকার আলতাফের পুত্র আব্দুল্লাহ (৬৩ দিন)সহ ৯ জন নবজাতক শিশু সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে আব্দুল্লাহর অবস্থা অবনতি হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সরিষাবাড়ী হাসপাতালের ডাঃ রফিকুল ইসলাম জানান, প্রচন্ড শীতের কারণে এলাকায় হাইপার টেনশন, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর