জামালপুরের সরিষাবাড়ী থানার পুলিশ দুই দিনের বিভিন্ন স্থানে অভিযানচালিয়ে ৭ জনকে আটক করেছে। শনিবার রাতে সরিষাবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আরামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ সবুরের পুত্র শামীমকে হেরোইনসহ আটক করে।
একই রাতে ভুরারবাড়ী এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামী তোফাজ্জল হোসেন বাবলুকে পুলিশ আটক করে।
শুক্রবার গভীর রাতে সরিষাবাড়ী থানার পুলিশ পৌরসভার শিমলা বাজারের গনময়দান এলাকায় অভিযান চালিয়ে ৫ মাতালকে আটক করেছে।
আটককৃতরা হলেন, শিমলাপল্লী পশ্চিম পাড়ার আনোয়ার হোসেনের পুত্র রুবেল, আলতাফ হোসেনের পুত্র সাদ্দাত, আঃ জব্বারের পুত্র শাকিল, বড়বাড়ীয়া গ্রামের আঃ রাজ্জাকের পুত্র সাজিরুল ইসলাম, শিমলা বাজারের আঃ গফুরের পুত্র আসাদুজ্জামান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর