ছাইদুর রহমান, জামালপুর:

রোববার সকালে ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা পূর্বচর গ্রামে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এলাকার আফজাল ও আশরাফের মধ্যে ৩৫ শতক জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। রোববার সকালে আশরাফের পক্ষ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে আফজাল পক্ষের লোকজন বাধা দেয়।

এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আশরাফের লোকজন আফজালের বাড়িতে হামলা চালিয়ে ৪ টি ঘর ভাংচুর, লুটপাট চালায় এবং বসত ঘরে অগ্নিসংযোগ করে।

সংঘর্ষে বিপ্লব (৩০), রেজাউল (৪২), জুয়েল (১৯), হোসেন আলী (৭৫), জামাল উদ্দিন (৪০), খুকি বেগম (২৫), আশরাফ (৪০), সুলতান বেগম (২৫) কে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here