ছাইদুর রহমান, জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীর পৌর এলাকার বাউসী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকালে বাউসী বাঙ্গালীপাড়া ও ইজারাপাড়া গ্রামের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ১০ আহত হয়েছে।
দুই গ্রামের সমর্থকদের মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পড়ে বাউসী বাজার এলাকায় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় সোহেল (২২), শাহিন (১৬), জাহাঙ্গির (২১), বাবু (১৭), পথচারী তাহের (৩৮), ওয়াহেদ (৩২)সহ উভয় গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত ইজারাপাড়া গ্রামের ইদ্রিসের পুত্র সোহেলকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তিকরা হলে তার অবস’ার অবনতি ঘটলে মূমুর্ষ অবস’ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার জের ধরে ইজারা পাড়া গ্রামের লোকজন বাউসী বাজারের রফিকুল ইসলামের কম্পিউটার সেন্টারে হামলা চালায়।
সরিষাবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস’লে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রনে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here