শনিবার দুপুরে সরিষাবাড়ী রেলষ্টেশন এলাকা সিবিএ‘র আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামীলীগের উভয় পক্ষ রেলষ্টেশনে রক্ষিত পাথরের স্তপ থেকে পাথর নিয়ে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়ে এবং পাথর নিড়্গেপ করে। এ সময় পথচারীসহ ১০ জন আহত  হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরিষাবাড়ী আলহাজ জুট মিলের সিবিএ‘র কমিটি গঠনকে কেন্দ্র করে এমপি সমর্থিত বাবু গ্রুপ এবং স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত পৌর কাউন্সিলর বেলাল গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে পথচারী মজিদ, ভ্যান চালক শাকিলসহ ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ব্যাপকতায় আতঙ্কে শহরের প্রধান সড়ক, প্রেসক্লাব, আলহাজ জুট মিল এলাকা এবং রেলষ্টেশন জনশূন্য হয়ে পড়ে।
সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে  পোছে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here