স্টাফ রিপোর্টার :: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন ড. সরিফা সালোয়া ডিনাকে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১২(১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হলো। তবে রাষ্ট্রপতি প্রয়োজন বোধ করলে এই নিয়োগ বাতিল করতে পারেন। উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন পাবেন তিনি। বিধি অনুযায়ী পদসংশ্নিষ্ট সব সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here