মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::
সরাইল উপজেলা কৃষকলীগের উদ্যোগে শনিবার দুপুরে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে। সরাইল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের আহবায়ক ছাদেকুর রহমান শরিফ।
উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক দিলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম ভুঁইয়া, যুগ্ন আহবায়ক হরিপদ ভৌমিক দুলাল, যুগ্ন আহবায়ক আলা উদ্দিন আলী, সরাইল উপজেলা কৃষকলীগের নেতা মোহাম্মদ মাসুদ, মোঃ নজরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, মেনহাজ উদ্দিন ঠাকুর অলক, বাসি মেম্বার প্রমুখ।
পানিশর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মাওলানা মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।