মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্থ লেনদেনের জেড়ে লাল খা উরফে সরোয়ার (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০ টায় উপজেলা সদরের বড্ডাপাড়া কুমার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে হত্যাকাণ্ডের সাথে জড়িত জসিম মিয়া (৩৭) নামে একজনকে ছুরি’সহ আটক করে পুলিশের হাতে তোলে দেন স্থানীয় জনতা।

পরবর্তীতে আটক জসিম’কে জিজ্ঞাসাবাদ শেষে তাৎক্ষনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল হোতা আলামিন (৩৫) কে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা এলাকা থেকে গ্রেফতার করে।

জানা গেছে, লাল খা হত্যাকাণ্ডে গ্রেফতার জসিম মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন নরসিংসার এলাকার নুর মিয়া’র ছেলে, সে উপজেলা সদরের সৈয়দটুলা এলাকায় শশুর মোশাররফ হোসেনের বাড়িতে বসবাস করে।

 অপর আসামি আলামিন (৩৫) বিজয়নগর থানাধীন সেজামুড়া এলাকার মৃত সফিক মিয়া’র ছেলে, সে সরাইল বড্ডাপাড়া গ্রামেই মৃত হাফিজ মিয়া’র বাড়িতে ভাড়া’য় থাকেন।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত আলামিন নিহত লাল খা’র বুকের উপরে, নীচে ও বামহাত মিলিয়ে মোট ৩ টি ছুরিকাঘাত করে। লাল খা’র চিৎকারে স্থানীয় লোজন এগিয়ে এসে উদ্ধার করে।  তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, এ হত্যাকাণ্ডে আটক জসিম ও আল আমিনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here