মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ শওকত মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেন এর  ছেলে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদ্রাসার
ছাত্র। নিহত শওকতসহ কয়েকজন মিলে গতকাল মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। তখন তার সহপাঠীরা খোজাখুজি করে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের জানালে গতকাল ডুবুরি না পেয়ে আজ বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুজি করে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here