মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে টর্নেডোতে ১২টি ঘর ও অসংখ্য গাছপালা ক্ষতিগস্থ হয়েছে। শুত্রুবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেরাতলী গ্রামে ঘটনাটি ঘটে।
মেরাতলী গ্রামের বাসিন্ধা ফারুক মিয়া, জজ মিয়া ও জিল্লু মিয়া বলেন, তিতাস নদী থেকে টর্নেডোর সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে তা গ্রামে আঘাত হানে। টর্নেডোয় আমাদের গ্রামের বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়। এসময় অসংখ্যা গাছপালা ভেঙে যায়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিন বলেন, টর্নেডোয় ১২টি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সঠিক তথ্য পেতে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা নেওয়া হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল দিচ্ছি।
ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে টিন দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের।
এদিকে জেলা প্রশাসক সার্বিকভাবে বিষয়টি তদারকি করছেন বলে জানান তিনি।