ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকেরা। এ সময় হামলাকারীরা নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্নালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। বাড়ির সামনে রাখা একটি মাইক্রোবাসও ভাংচুর করে তারা। হামলায় গুরুতর আহত শাহজাহান (৪২) ও রিপন (৩৫) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর গ্রামের দরগা পাড়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, উপজেলার শাহবাজপুরের দিঘীরপাড়া এলাকার প্রভাবশালী কদর আলীর নেতৃত্বে লাঠিয়াল কিছু লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বড়বাড়ির সৈয়দ আনোয়ারুল হকের বাড়িতে হামলা চালায়। একটি জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হামলা হয়েছে।

এ ব্যাপারে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উসমান উদ্দিন খালেদ বলেন, কদর আলী লাঠিয়াল প্রকৃতির লোক।

যে জমিটি নিয়ে তারা অযথা গায়ে পড়ে বাড়াবাড়ি করছে, আসলে এ জমি তাদের নয়। তারা কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।

লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাসুদ/সরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here