মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া ::

সরাইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ২২ হাজার ১০১টি গৃহ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত (ইউএনও) নাছরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here