ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তজেলা নৌ-ডাকাত সর্দার বোরহান উদ্দিন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পাহারার পর মঙ্গলবার ভোরে সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নৌ পথে মেঘনা নদী দিয়ে আশুগঞ্জ থেকে অরুয়াইল, চাতলপার, মিঠামইন, সুনামগঞ্জগামী যাত্রী ও মালবাহী লঞ্ছ এবং ট্রলারে সরাইলের পানিশ্বর নামক স্থানে দীর্ঘদিন যাবৎ নিয়মিত ডাকাতি করে আসছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ ডাকাত দলটির সর্দার উপজেলার পানিশ্বর ইউনিয়নের আনু মিয়ার পুত্র বোরহান। বোরহান দেশের বিভিন্ন জেলার নৌ-পথে ডাকাতির কাজে অংশগ্রহন করে আসছে। এটাই তার মূল পেশা। তার বিরুদ্ধে আশুগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, নাসির নগর, চাতলপার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল সহ দেশের বিভিন্ন থানায় দেড় ডজনের অধিক নৌ-ডাকাতি মামলা রয়েছে। নৌ-ডাকাত সর্দার বোরহানের গ্রেফতারের সংবাদে সরাইল সহ আশ পাশের এলাকার সাধারন লোকজন স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। তাকে গ্রেফতারের পর দেশের বিভিন্ন থানার পুলিশ সরাইল থানার সাথে যোগাযোগ করে চলেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন বলেন, নৌ ডাকাত সর্দার বোরহান দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছে। সুযোগ বুঝে পলাতক অবস্থায় ও সে মেঘনা নদীতে একাধিকবার ডাকাতি করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ মাসুদ/সরাইল