শনিবার রাত ১০টায় সরাইলের কুখ্যাত ডাকাত কালু (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কালু মনিরবাগের বাসিন্দা আবুল বাদশার পুত্র। ডাকাত কালু গ্রেফতারের খবরে জনমনে স্বস্থি ফিরে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালু দীর্ঘ দিন যাবৎ সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতি করে আসছে। তার রয়েছে বিশাল সিন্ডিকেট। সরাইল থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
অন্য একটি সূত্র জানায়, এলাকার একাধিক রাজনৈতিক ব্যক্তি ডাকাত কালুকে রক্ষার জন্য তদবিরে নেমেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ মাসুদ/সরাইল