চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন,ভারতপ্রেমী সরকার ট্রানজিট ও তিস্তা চুক্তি নিয়ে দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলার মানুষ দেখেছেন চুক্তি ছাড়া ভারত কিভাবে বাংলাদেশের ভুখন্ড ব্যবহার করেছেন।

তিনি বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মি সভায় বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।

শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় উদিয়মান বিএনপির এই নেতা আরো বলেন,জালিম সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইনা। ব্যর্থ সরকার নিজেদের সমর্থন হারিয়ে তাইতো বিরোধী নেতাকর্মি দমনে ঝাঁপিয়ে পড়েছে। তিনি উপস্থিত নেতাকর্মিদের বলেন,খুব শিঘ্রই চেয়ারপারর্সন সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচী ঘোষনা করবেন। সেই আন্দোলনে চুয়াডাঙ্গাবাসীকে নিজেদের জানান দিতে হবে।

কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম হাসান হাসু বলেন,দেশ আজ সংকটময়। এর থেকে পরিত্রান পেতে হলে দূনীর্তিবাজ এই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন করে তুলতে হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সরদার আলী হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন,সরকার বাকশালের পথ অনুসরন করছে। ৭৪ সালের মত বর্তমানে নবরুপে বাকশাল কায়েম করছে সরকার।

সভায় আরো বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর মন্টু,পৌর বিএনপির সাধারন সম্পাদক মজিবুল হক মালিক মজু,পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান,শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির

সাধারন সম্পাদক আতিয়ার রহমান লিটন,সংগাঠনিক সম্পাদক আলাউদ্দীন আলীসহ বিএনপি নেতা বকুল মিয়া,যুবদল নেতা রফিকুল ইসলাম,ইউসুফ,সুমন,মানিক মাস্টার,আনোয়ার হোসেন,খাইরুল,লাল ড্রাইভার,মহিদুল ইসলাম,ছাত্রদল নেতা টিটুও সাদ্দাম হোসেন।

কর্মি সভা শেষে জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত তহবিল থেকে শ্রীকোল ঈদগাহ ময়দান উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here