নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, কর্মচারী ও তাদের ছেলে মেয়েদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া
প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)
সায়িদ মুহাম্মদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মুন্না রানী চন্দ্র ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম উপস্থিত ছিলেন।

৩২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ৯৬জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের
প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here