সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ নিষিদ্ধ করে জারি করা পরিপত্র প্রত্যাহার করেছে সরকার। বুধবার সন্ধ্যার এ পরিপত্রটি জারি করেছিলো সরকার। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদারের সাক্ষরও ছিলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার রাত ৮টায় আইএনবিকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিপত্রটি প্রকাশিত হওয়ায় আমরা তা প্রত্যাহার করেছি।
প্রত্যাহার করা পরিপত্রে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, এক শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী ফটকা কারবারের বিনিয়োগে অংশগ্রহণ করছেন। এ ধরণের বিনিয়োগ উক্ত বিধিমালা দ্বারা আরোপিত বিধি নিষেধের লঙ্ঘন। এছাড়া বিদ্যমান বিধান অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন গণকর্মচারীর ব্যবসায় জড়িত হওয়া আচরণ বিধির পরিপন্থী। উল্লেখিত অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী ফটকা কারবারে বিনিয়োগ (স্পেকিউলেশন ইন ইনভেস্টমেন্ট) থেকে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। একই সাথে যে সকল বিনিয়োগের ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সরকারি কার্যসম্পাদন প্রভাবান্বিত হতে পারে অথবা সরকারি কর্তব্য সম্পাদনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে, তাদের পরিবারের সদস্যগণকেও এইরূপ বিনিয়োগের অনুমতি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকুরেদের পুঁজিবাজারে বিনিয়োগ নিষিদ্ধ করা হচ্ছে এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হলে এরপর দিনই শেয়ার বাজারে ধস নামে। এ অবস্থায় ওইদিন দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা হয়। আজ আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই ডিএসই সাধারণ সূচক কমে ১৭৮ পয়েন্ট। তারপর সূচক ওপরের দিকে ওঠে। পৌনে একটার দিকে সূচক গতদিনের সূচকের অবস্থানকে ছাড়িয়ে গিয়ে আবার পড়তে শুরু করে। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার