বাণিজ্য ও বিদ্যমান বন্ধুত্বের ক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে একটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই লক্ষ্যে উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে মিয়ানমারের রাষ্ট্রপতির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়ান্না মং লুইন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে বাংলাদেশ ও মিয়ানমারের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এবং ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট উ উইন অং দুই দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক শেষে উভয়ের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী  মঙ্গলবার মিয়ানমারে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন, ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

এছাড়া উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও প্রধামন্ত্রীর সাথে মিয়ানমার গেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here