নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

একটি সুন্দর জেলা গড়তে গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়ে নীলফামারীর নাবগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, ন্যায় ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হবে আমার মুল লক্ষ্য। কারণ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সে শিক্ষায় দিয়েছে।

তিনি বুধবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন। বলেন, উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা প্রশাসন বাঁধা হয়ে দাঁড়াবে না।
একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম ও সহকারী কমিশনার রায়হান উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত গণমাধ্যম কর্মীগন
এতে অংশ নেন।

প্রসঙ্গত গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরআগে অর্থ মন্ত্রনালয়ের
অভ্যন্তরীন সম্পদ বিভাগে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০৬ সালের ২৫তম বিসিএসয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারী চাকুরীতে প্রবেশ করেন তিনি। লক্ষ্মীপুর,
নাটোর, ময়মনসিংহ, নওঁগা জেলায় চাকুরী করেন মোহাম্মদ নায়িরুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here