পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ২৭।

এছাড়া আলাদাভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের গড় হার ৯৭ দশমিক ২৬ এবং ইবতেদায়ীতে পাসের গড় হার ৯১ দশমিক ২৮।

সোমবার ঘোষিত ফলাফলে এ বছর প্রাথমিক পরীক্ষায় এক লাখ পাঁচ হাজার ৬৭৩ শিক্ষার্থী এবং ইবতেদায়ীতে দুই হাজার ১৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সমপানী পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। ফলাফলের ভিত্তিতে বিভাগ হিসেবে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ এবং জেলা হিসেবে শীর্ষে রয়েছে মুন্সিগঞ্জ।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে বিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে মনিপুর উচ্চ বিদ্যালয়, ভিকারুনন্নেছা নূন স্কুল অ্যান্ড কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান।

এদিকে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এরপর ওয়েবসাইট এবং সারাদেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরো দায়িত্ববান হওয়ার আহবান জানিয়ে বলেন, সব ছেলে মেয়েরা যাতে সমানভাবে লেখাপড়ার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, একটা পর্যায়ে গিয়ে তাদের পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এতে করে ভবিষ্যতে তাদের পরীক্ষার প্রস্ততি আরো ভালো হবে।

পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd এ পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক মুঠোফোন থেকে এসএএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতিতে সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here