লংগদু উপজেলা সেনা জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য নৌকা বাইচ। শান্তি সমপ্রীতি ও উন্নয়নের শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমপ্রীতির নৌকা বাইচ দেখতে সোমবার উপজেলার কাচালং নদীরতীরে হাজার হাজার পাহাড়ি বাঙ্গালীর ঢল নামে। উপজেলার মাইনীমুখ বনশ্রী রেষ্ট হাউজ ঘাটে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ পিএসসি প্রধান অতিথি হিসেবে আনুষ্টানিকভাবে আকর্ষনীয় এ নৌকা বাইচের উদ্বোধন করেন।
এ সময় লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আকসার খান পিএসসি, উপ অধিনায়ক মেজর কাজী শামীম হাসান পিএসসি, উপজেলা চেয়ারম্যার মোঃ তফাজ্জল হোসন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম, ওসি মোঃ রেজাউল হক সহ সামরিক বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগিতার ছোট নৌকা গ্রুপে ১২টি নৌকা ও বড় নৌকা গ্রুপে ২টি নৌকা সহ উপজেলার সাতটি ইউনিয়ন হতে ১৪ টি দল অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি প্রত্যেক দলকে একটি করে রঙ্গিন টিভি পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার এ এফ জগলুল আহমেদ বলেন, লংগদুতে পাহাড়ী বাঙালীর মিলন মেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমিও এই প্রথম প্রত্যক্ষভাবে সরাসরি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আনন্দঘন পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলাম। তিনি বলেন, আমি আপনাদেরকে লংগদুর বর্তমান পরিস্থিতির ধারাবাহিক উন্নয়নে সহযোগিতার আহবান জানাচ্ছি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি