
ঢাকা :: পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশের মাদারীপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এতে আজিজুল আরফান প্রিন্সকে সভাপতি, মফিজুল ইসলাম সৌরভকে সম্পাদক করা হয়। সম্প্রতি সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিন আলম ও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে সোহাগ হাসান, মোঃ সাইফুল কাজী, নাহিদ তালুকদার, কামাল হোসেন, সাধারন সম্পাদক- মফিজুল ইসলাম সৌরভ, যুগ্ম-সাধারন সম্পাদক সম্রাট খান, রুবেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক এ্যাড-আতিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থসম্পাদক মাসুম রহমান সবুজ, প্রচার ও যোগাযোগ সম্পাদক- হাসান জাহাঙ্গির, দপ্তর সম্পাদক – হাসান মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক ইমন ইসলাম শুভ,পরিবেশ বিষয়ক সম্পাদক- হেনা আক্তার সুমি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হান্না আক্তার,
কৃষি উন্নয়ন বিষয়ক -শারীফ মাতুব্বর, অনুষ্ঠান ও সাংস্কৃতিক বিষয়ক কাওসার মুন্সী,গণ মাধ্যম বিষয়ক কামরুজ্জামান, তথ্য প্রযুক্তি সম্পাদক – স্বজন শরীফ,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক – মেহেদী হাসান নাঈম, পরিকল্পনা বিষয়ক- লুৎফুন্নাহার সীমা, সাহিত্য ও পাঠচক্র- আরাফাত, নির্বাহী সদস্য হযরত আলী, নির্বাহী সদস্য আলামিন হাওলাদার প্রমুখ।
সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধরাণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, মাদারীপুর কমিটির গতিশীলতা সৃষ্টির জন্য নতুন কমিটির অনুমোধন করা হয়েছে। আমরা আশা করছি নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবেশ এবং কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে তারা।