ধানমন্ডি লেকের পাশে বৃক্ষরোপণ করছেন ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা লাবণ্য রেজাসহ সংগঠনের সদস্যবৃন্দ।

স্টাফ রিপোর্টার :: ‘সবুজ পৃথিবী’ একটি সমাজকল্যাণমূলক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা লাবণ্য রেজা। সংগঠনটির উদ্দেশ্য বিনামূল্যে সবুজ বিতরণ করা। ‘জীবন রক্ষায় সবুজ বাঁচাই’ স্লোগান নিয়ে পৃথিবী সবুজ করার লক্ষ্যে ‘সবুজ পৃথিবী’র যাত্রা শুরু হয়।

শোকের মাস আগস্ট। বঙ্গবন্ধুর স্মরণে ‘সবুজ পৃথিবীর’ পক্ষ থেকে মাসব্যাপী বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর ১ম ও ২য় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

১ম পর্ব ছিল, ১৫ আগস্ট। মিরপুর অবস্থিত ‘আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গনে বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচী। এ পর্বে উপস্থিত ছিলেন ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা লাবণ্য রেজা, উপদেষ্টা ফিরোজ আল আমিন, সাংগঠনিক সদস্য ইফতেখার শিবলী, ফারজানা ইয়াসমিনসহ আরও অনেকেই। সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে দিনটির সূচনা করেন তারা। সেখানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় কমিটির সদস্যগণ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।’ সবুজ পৃথিবী’র এ মহান কাজকে তারা স্বাগত জানিয়েছেন।

মিরপুর অবস্থিত ‘আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গনে ‘সবুজ পৃথিবী’র বিনামূল্যে বৃক্ষরোপণ কর্মসূচী।

২য় পর্ব ছিল, ২৭ আগস্ট। ধানমন্ডি লেকের পাশে খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচী। ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা লাবণ্য রেজাসহ সংগঠনের সদস্যবৃন্দ সকাল থেকেই নির্দিষ্ট জায়গায় খনন ও বৃক্ষরোপণের কাজ সম্পন্ন করেন। ধানমন্ডি লেকের পাশে সবুজ রোপণ করতে পেরে ‘সবুজ পৃথিবী’র সবাই খুব আনন্দিত ও উচ্ছ্বসিত।

সংগঠনের সাথে সংশ্লিষ্টরা জানান, ‘জীবন রক্ষায় সবুজ বাঁচাই’ স্লোগান নিয়ে “সবুজ পৃথিবী” এগিয়ে যাবে আরও অনেক অনেক দূর। পৃথিবী সবুজ করার প্রত্যয়ে ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা লাবণ্য রেজা এবং সংগঠনের সকল সদস্য একসাথে কাজ করে যাবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here