ডেস্ক রিপোর্ট :: ২৫ হাজার দাপ্তরিক কর্মীকে সপ্তাহে চারদিন করে অফিসে গিয়ে দায়িত্ব পালনের কথা বলেছে যুক্তরাজ্যের বহুজাতিক জ্বালানি কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে।

মহামারি-পরবর্তী পরিস্থিতি মানিয়ে নিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করায় অফিস ও ঘরে যথাক্রমে ৬০ ও ৪০ শতাংশ হারে কর্মবণ্টন করা হয়েছে। এখন থেকে এই ২৫ হাজার কর্মী দুইদিন করে হোমঅফিসের সুযোগ পাবেন।

২০১৯ সালের শেষ নাগাদ কোম্পানিটিতে ৭৯টি দেশে ৭০ হাজারের বিশাল কর্মী বাহিনী ছিল। করোনার ফলে গত বছর ১৫ শতাংশ কর্মী ছাটাইয়ের পরিকল্পনা করেছিল ব্রিটিশ পেট্রোলিয়াম। এ ছাড়াও অফিসবহর কমানোর কথাও বলা হয়েছিল।

এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪২ লাখ ২৩ হাজার ২৩২ জন। এদের মধ্যে এক লাখ ২৪ হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here