রোববারের পূর্বনির্ধারিত কর্মসূচীর দিনে ডিএমপি’র নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ছয়টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হবে।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। আগামীকাল বিএনপি’র পূর্ব নির্ধারিত গণমিছিল কর্মসূচীর দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ঢাকায় ঢাকা মহানগর পুলিশ সব ধরনের সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।