সাত সকালেই দিল্লির রাজপথ-জনপথের সংযোগস্থলে ময়লা ফেলার ডাস্টবিনে মিলল ৪০টি তাজা কার্তুজ।

ঘটনাস্থল থেকে সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন এবং নর্থ ব্লক বেশ কাছেই। সকালে এক মহিলা সাফাইকর্মী ওই ডাস্টবিন পরিষ্কার করতে গেলে তাঁর নজরে আসে এমএমজি রাইফেলের ওই ৪০টি কার্তুজ।

এমন গুরুত্বপূর্ণ রাস্তায় কার্তুজ মেলার ফলে যথেষ্ট উত্তেজনা রাজধানী জুড়ে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কিন্তু কোথা থেকে এল এতগুলি কার্তুজ? ঘটনার তদন্তে দিল্লি পুলিশ।

সূত্র : আনন্দবাজার

ইউনাইটেড নিউজ জ২৪ ডট কম/নিউজ ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here