গণকর্মচারীদের অবসর নেয়ার বয়স দুই বছর বৃদ্ধি সংক্রান্ত ‘দি পাবলিক সার্ভেন্ট (রিটায়ার্মেন্ট) অ্যাক্ট, ২০১২ অধ্যাদেশটি আইনে পরিণত করতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন দেয়া হয়। এর আগে গত বছর ১৯ ডিসেম্বর মন্ত্রিসভা খসড়াটির নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দেয়। মন্ত্রিসভা খসড়াটি আইনে পরিণত করার লক্ষ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন দেয়।
আগামী ২৫ জানুয়ারি শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এটি বিল আকারে উত্থাপন করা হবে। ওই অধিবেশনেই বিলটি পাশ করা হবে। কারণ সংসদ অধিবেশন শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া অধ্যাদেশটি কার্যকারিতা হারাবে।
তবে এই বিলটির সঙ্গে অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত থাকায় সংবিধানের ৮২ অনুচ্ছেদ (সংলাগ-৫) অনুযায়ী সংসদে বিলটি উত্থাপনের আগে রাষ্ট্রপতির সুপারিশ পয়োজন হবে।
এর আগে বাংলাদেশ সরকারী কর্মচারী অবসর আইনটি পাবলিক সার্ভিস অ্যাক্ট ১৯৭৪ নামে ছিল। এ আইনটি এখন পাবলিক সার্ভিস (রিটায়ার্মেন্ট) (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১২ নামে অবহিত হবে। ১৯৭৪ সালের মূল আইনটির চার অধ্যায়ের সংশোধন করা হবে। এই অধ্যায়ের ‘ফিফটি সেভেনথ ইয়ার’ শব্দগুলোর পরিবর্তে ফিফটি নাইনথ ইয়ার মব্দগুলো প্রতিস্থাপিত হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার