নি:শ্বব্দ প্রার্থনা
-সংযুক্তা সাহা
বদলে যাওয়ার পথে আমি আবার
তুমি শুন্য থেকে দৃষ্টি ফেরাও এবার।
তোমার আশায় আমার বেলা শেষে
নি:শ্বব্দ প্রার্থনা চোখে মুখে আবেশে।
বিশ্বাস নিয়ে আর একবার সেই তর্ক
হারি জিতি তোমারই একাংশ স্বর্গ।
প্রতিশোধ না হয় প্রকৃতির প্রতিশ্রুতি
ইশারায় আজ সবাই অশ্রুর মুখোমুখি।
বাড়ছে পখির কলতান, বাতাসের শব্দ
ফিরছে মানুষ ঘরে, আজ সে ভীষণ জব্দ।
নরক মন মতো হতে ছিলো কতো আয়োজন
স্বর্গ মর্ত্যের মাঝামাঝি তাই আজ কিছুক্ষণ।
এই সবই ছিলো বাইবেল কোরান গীতায়
অনিশ্চিত ভবিষ্যত বুনেছি একই ফিতায়।
সবাক জীবকুলের রূপ পালটে তাই আবার
ঈশ্বরের দরজায় কড়া নাড়বে তুমি এবার।