ভালোবাসার ভান
-সংযুক্তা সাহা
মন থেকে যে মন ছুঁই রং তুলিতে
ভাবনা গুলো তুলে রাখি তোর ঝুলিতে।
মানি না তোর অভিমানের ঠুংকো
তোর কানে আমার ভালোবাসার ঝুমকো।
চোখে আমার মায়ার আশা
ব্যাকুল হৃদয় হায় মন ভরসা।
অঙ্গে তোর আধখানা ছবি
পাগল হয়ে মন ওড়াও কবি;
যে তোকে পাগল বলে হায়
অকারনে স্পর্শ করে আমায়।
সে তুই কেনো গেয়েছিলি গান
আমার মনে হাড়ায় তোর প্রান;
একটু ছোঁয়ায় পেয়েছিলাম ঘ্রাণ
সে কি ছিলো তবে ভালোবাসার ভান!
লেখক: সিনিয়র কপি রাইটার, থ্রি হুইলারস লিমিটেড।