পঁচা শামুক
– সংযুক্তা সাহা
জীবন নিয়ে কেও কথা বলতে চায় না।
সেটা বেশ বোরিং, আর অর্থহীন
মন নিয়ে কেও বেশি ভাবতে চায় না
সেটা বেশ ভয়ংকর, আর রংহীন।
মুখটা দেখে, আর শরীরের ভাঁজ টা দেখে
ভেবে নেয় কিভাবে এই সাগরে ভাসবে!
একবার যদি মন টা ছুঁয়ে নিতে
এমনেই সেই ভাঁজে তুমি হারিয়ে যেতে।
মাঝে মাঝে মনে হয় আর একবার
ভেঙে চুড়ে দেখি তোমার মনটায় কি ছিলো?
একবার টেনে নিয়ে ছিঁড়ে ফেলি
তন্ন তন্ন করে খুঁজে বেরাই যে কি হলো?
এমন ভাবে তো কথা ছিলো না,
এমন করে তো আমায় বলা ছিলো না,
কথা ছিলো তুমি আসবে আর বলবে;
সেই কথা গুলো, যেগুলো কানে বাঁধবে।
কখনো চাঁদকে পেয়েছো, সে তো শশাঙ্ক
শুধু দেখেছো তার গায়ের মিথ্যা কলঙ্ক।
হাঁটতে গিয়ে এতো এক পঁচা শামুক!
মনের পা কেটেছে আর নাই বা কেও জানুক।