সংযুক্তা সাহা

নিষ্ঠুর আমি

-সংযুক্তা সাহা

 

আমায় তুমি ভুলবে না আমি জানি
কিন্তু আমি একদিন ভুলে যাবো,
আমার তুমি খুঁজে বেড়াবে যখন তখন
আমি আর খুঁজবো না তোমায়।
হাঁটতে হাঁটতে আমায় না দেখে থমকে দাঁড়াবে
আমি হাঁটতে হাঁটতে চলে যাবো একদিন;
তুমি খুঁজে পাবে না তোমার ভুলগুলো
আমি বলে যাবো না আমার কষ্টগুলো।
তুমি গল্পে গল্পে, কথায় কথায় বলবে
বড্ড নিষ্ঠুর ছিলো মেয়েটা…
আমি কথায় কথায় বলবো না কখনো
আমাকে নিষ্ঠুর বানানোর গল্পটা।
তুমি ভাববে ভালোবাসার কমতি ছিলো হয়তো
আমি ভাবছি আসলে হারিয়ে ফেলেছি সবইতো,
তোমার গল্পে আমি তাঁরকাটা হয়ে রয়েছি
আমার গল্পে হয়তো তুমিই ছিলে না বহুকাল।
তুমি মায়া করে রেখেছিলে আমায়
আমার করুনা নিয়ে ছিলো বসবাস;
অবজ্ঞা করে বলেছিলে বহুবার,
দয়া করে চলে যাও এবার।
আমি গিয়েছিলাম হয়তো অনেক আগেই
পিছন ফিরে দেখিনি তোমায় একবার;
আমি নিষ্পাপ থেকে নিষিদ্ধ দেখে
নিষ্ঠুর হয়ে ভুলে গেছি সব এবার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here