না চাওয়া নিরবতা
-সংযুক্তা সাহা
আমি শুধুই
নিরবতা খুঁজেছিলাম,
অবসর চাইবার সময় ছিলো না।
ভেবেছিলাম নিরবে
বিলিয়ে দেবো আমার বাস্তবতা।
বাস্তবতা আজ দাঁড়িয়ে
মিলিয়ে গেছে ভিড়ের খোঁজে।
না চাওয়া অবসরে
পার করি দিনের আলো।
সহ্য করে নেওয়া রাত
আহ্
অসহ্য আজ এই নিরবতা।
এনে দাও আমায়,
সেই অলসতা
ক্লান্ত হওয়া কাজের মন।
ফিরে এসো কফির ধোঁয়ায়
মুখরিত সন্ধ্যা।
রাতের ডিনার প্লেটে
সারা দিন তোমার ব্যস্ততা।