সরকারী নথিপত্র থেকে আদিবাসী শব্দ তুলে দেয়ার নির্দেশ দিয়ে বর্তমান সরকার ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি। শনিবার সকালে রাঙামাটিতে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০টি উপজাতীয় সংগঠনের উদ্যেগে আয়োজিত মানববন্ধনে সংগঠন গুলোর নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। শনিবার সকাল সাড়ে দশটায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেষ্টুন নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও রাঙামাটি জেলার উপজাতীয় নেতারা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে রাঙামাটি শহরের বনরুপায় অবস্থিত দি রূপ রেস্তোরায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও কমিউনিটি ভিত্তিক ৯টি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মংচানু চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি গৌতম দেওয়ান। এসময় উপজাতীয় কমিউনিটি ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ অঞ্চলের আদিবাসীরা ২০টিরও বেশি সহিংস ঘটনার শিকার হয়েছে। এসব ঘটনায় পার্বত্য চট্টগ্রামে চরমভাবে মানবাধিকার লংঘন হচ্ছে বলে অভিযোগ করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলগমীর মানিক/রাঙ্গামাটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here