মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের প্রতি কতিপয় দুস্কৃতিকারীদের হামলা, নির্যাতন বন্ধসহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই সমাবেশ হয়। জেলার ৫টি উপজেলার
সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ একে একে মিছিল নিয়ে সমাবেশস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাজির হন। বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের পর সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদক প্রনব পালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ
সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদ নাচোল উপজেলার সম্পাদক রঞ্জনা বর্মণ, ব্রাক্ষ্মণ সংসদের জেলা সভাপতি
রানা প্রতাপ আচার্য প্রমুখ।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া, বাংলাদেশ জামায়াতে
ইসলামী চাঁপাইবাবগঞ্জ জেলা আমির আবু বক্কর, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলিম, চাঁপাইবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। শেষে নেতৃবৃন্দরা চাঁপাইবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।