ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের সূচি এপ্রিলেই চূড়ান্ত হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) চূড়ান্ত সূচি পাঠিয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। খুব শিগিগরই তা প্রকাশ করবে বিসিবি। সফরে লঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে।

শ্রীলংকা সফরের অগ্রগতি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, শ্রীলংকা যেটা বলেছি (আগে) তার বাইরে কিছু অগ্রগতি হয়েছে। চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট কিছু বিষয়ের অপেক্ষায়। সেটা হলে আশা করছি দুই এক দিনের মধ্যে সূচি প্রকাশ করে দিব।

করোনার কারণে স্বাস্থ্যবিধি মানা, কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, অবশ্যই একটা চিন্তা ছিল আমাদের। এরমধ্যেই শ্রীলংকা সফর করেছে ইংল্যান্ড। তো আমাদের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। বলা হচ্ছে প্রথম তিন দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। এরপর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন ও অন্যান্য কার্যক্রমে ফিরে যেতে পারবে। আগের কড়াকড়ি নিয়ম এখন শ্রীলঙ্কা থেকে তুলে দেয়া হয়েছে।

জানা গেছে, একই ভেন্যুতে হতে পারে দুটি টেস্ট। কলম্বো গিয়ে সরাসরি হাম্বানটোটায় চলে যাবে টাইগাররা। সেখানেই মুমিনুলদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে গত বছর দুইবার টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছিল করোনার কারণে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ সিরিজটি খেলবে দুই দল। যদিও সিরিজে একটি টেস্ট কমেছে। এপ্রিলের মাঝামাঝি লঙ্কা যাবে বাংলাদেশ দল। সফরে সাকিব আল হাসানকে পাবে না মুমিনুল বাহিনী। আইপিএল খেলবেন বলে এ সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব।

তবে মুস্তাফিজুর রহমান বলেছেন, আইপিএলের চেয়ে দেশের খেলাই তার কাছে আগে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here