ডেস্ক রিপোর্ট::  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে প‌রিচয়পত্র পেশ করেছেন দেশ‌টিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইক‌মিশনার আন্দালিব ইলিয়াস।

বৃহস্প‌তিবার (২২ আগস্ট) শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে প‌রিচয়পত্র পেশ করে‌ন হাইক‌মিশনার আন্দালিব ইলিয়াস। কলম্বোর বাংলাদেশ হাইক‌মিশন এ তথ্য জানায়।

বিসিএস ২০তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আন্দালিব ইলিয়াস সর্বশেষ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের দা‌য়িত্ব পালন করেছেন।

আন্দালিব ইলিয়াস পেশাদার কূটনৈতিক হিসেবে জেনেভা এবং নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তি‌নি ম্যানিলা ও ব্রাসেলসে বাংলাদেশ মিশনে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

আন্দালিব ইলিয়াস পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগ এবংপশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উইংয়ের মহাপ‌রিচালক ছি‌লেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here