ডেস্ক রিপোর্ট::  কাঞ্চন মল্লিক আর শ্রীময়ীকে নিয়ে কোনো না কোনো আলোচনা চলতেই থাকে। কখনও কাঞ্চনের বাড়িতে শ্রীময়ীর ছবি নিয়ে আলোচনা শুরু হয়। কখনও আবার অভিনেত্রীর বেড়াতে যাওয়ার ছবি দেখে আসতে থাকে নিত্যনতুন মন্তব্য।

পূজার সময়ও তাদের দেখে ধেয়ে এলো মন্তব্য। এই মুহূর্তে বিভিন্ন পূজা প্যান্ডেল উদ্বোধনে ব্যস্ত অভিনেতারা। আবার কখনও কখনও বিশেষ অনুরোধেও অনেক অনুষ্ঠানে উপস্থিত হতে হয় তাদের। সম্প্রতি একটি পূজায় তাদের একসঙ্গে দেখে শুরু হয়ে যায় বিতর্ক।

দু’জনেই সেজেছিলেন লাল পোশাকে। এক জনের পরনে ছিল লাল পাঞ্জাবি। আর অন্য জন সেজেছিলেন লাল সালোয়ার-কামিজে। পাশাপাশি বসেছিলেন তারা। তাদের একসঙ্গে দেখেই ধেয়ে এলো কটাক্ষ। কেউ মন্তব্য করেছেন, একসঙ্গে ছাড়া আপনারা কোথাও যান না? আবার কেউ লিখেছেন, নিজেদের সম্পর্কের কথা এ বার স্বীকার করে নিন না। আবার কেউ কেউ লিখেছিলেন, কী মিল! আবার রং মিলিয়ে পোশাক পরেছেন! যদিও কাউকে কোনো উত্তর দেননি তারা।

কাঞ্চন বরাবরই দাবি করেছেন, শ্রীময়ী তার স্নেহের পাত্রী। অনেক দিন আগে থেকে তাদের পরিচয়। অন্য দিকে এ বিষয়ে শ্রীময়ীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, কারও মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। নিজের মতো করে জীবনে খুশি থাকতে চান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here