শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর অভিযানে ১৮ ডিসেম্বর রোববার দুপুর ২টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল শ্রীমঙ্গল রেল ষ্টেশনের প্লাটফর্মে অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৯ শত কেজি কাঁচা রাবার (কাফলাম) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত কাঁচা রাবারের আনুমানিক মুল্য ৯০ হাজার টাকা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাবার ফেলে পালিয়ে যায়। জড়িতদের চিহ্নিত করার জন্য র্যাবের তৎপরতা অব্যহত রয়েছে বলে র্যাব সূত্র জানায় ।
ঐদিনই বিকাল ৫টায় ব্রাম্মন বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার চান্দুরা গ্রামে অভিযান পরিচালনা করে ৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ বাশার ওরফে রঙ্গু (৪৫) গ্রেফতার করে। আটককৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য দুই হাজার একশত টাকা। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ সীমানত্মবর্তী এলাকা হতে মাদকদ্রব্য এনে বিভিন্ন এলাকায় পাচার ও বিক্রি করত বলে র্যাব জানায়।
এদিকে গত ১৭ ডিসেম্বর বিকাল ৫টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যম্পের একটি দল হবিগঞ্জ জেলার সদর উপজেলার কোর্ট রোড মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মধু মিয়া(২৪)কে গ্রেফতার করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাওছার ইকবাল/শ্রীমঙ্গল