শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার কলেজ রোডস’ ষ্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপসি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, পৌর মেয়র মো. মহসীন মিয়া মধু, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আছকির মিয়া, সমিতির সাবেক সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হক প্রমুখ। সাধারণ সম্পাদক মো. কদর আলী আনুষ্ঠানিক ভাবে সমিতির বার্ষিক রিপোর্ট ও চলতি বৎসরের বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেট রিপোর্টে বিভিন্ন খাতে আয় দেখানো হয় ১০ লক্ষ ২৬ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় দেখানো হয় ২ লক্ষ ৬৫ হাজার টাকা।
শ্রীমঙ্গলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণীপেশার আমন্ত্রিত অতিথিরা সভায় উপসি’ত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামাল হোসেন চেরাগ, দেলোয়ার হোসেন, বিপ্লব আচার্য, হেলাল উদ্দিন ভূঁইয়া, মুছাব্বির আলী প্রমুখ। সমাপনী বক্তব্যে সভাপতি শেখ লুৎফুর রহমান বিগত বৎসরের কার্যক্রম তুলে ধরেন এবং চলতি বৎসরের বৎসরের কর্ম পরিকল্পনা উপস’াপনা করে সকল সদস্যদের সর্বাত্বক সহযোগিতার আহ্বান জানান।
মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার