মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল মৌলভীবাজার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গোৎসবোত্তর বিজয়া পুনর্মিলনী।
শ্রীমঙ্গলস’ রামকৃষ্ণ সেবাশ্রমে সকাল ১০টায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ এমএ শহীদ এমপি।
পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা প্রসাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ, জেলা শাখার সভাপতি নিহির কান্ত দেব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রিসিডিয়াম সদস্য অসিত ভট্টাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, উপজেল আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মনির, পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস’াপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ। সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক জহর তরফদার।