মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার রাতে বাস ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিলাসের পাড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,  শনিবার সন্ধা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিলাসের পাড় এলাকায় হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি বাস একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুজনযাত্রী নিহত হয়।
নিহতরা হলেন অটোরিকশা চালক বাহার আলী, জাবেদ মিয়া ও আবু কাশেম। গুরুতর আহতরা হলেন দুর্বাসা সরকার, রিপন মিয়া ও মফিজ উল্লাহ। আশংকাজনক অবস্থায় আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাওছার ইকবাল/শ্রীমঙ্গল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here