আজ বড়দিন। ইংরেজিতে যাকে খ্রিস্টমাস বলা হয় এবং আধুনিক বাংলায় বলা হয় ‘বড়দিন’।
খ্রিস্টানদের অন্যতম আনন্দঘন উৎসবের এ দিনটি সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও আজ জাকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। শ্রীমঙ্গলস্থ কেন্দ্রিীয় প্রার্থনালয় কাথলিক মিশন উৎসবের আমেজে পরিপূর্ণ।
এ উপলক্ষ্যে শ্রীমঙ্গলস্থ কাথলিক মিশন প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠান খ্রিস্টযাগের মধ্য দিয়ে সকাল ১১টা থেকে শুরু হবে উৎসব। খ্রিস্টযাগে(ধর্মীয় অনুষ্ঠানে) প্রধান পৌরহিত্যের দ্বায়িত্ব পালন করবেন সিলেট কাথলিক ডায়োসিসের প্রধান বিসপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। তার সাথে পৌরহিত্য করবেন ঢাকা এবং শ্রীমঙ্গল মিশনে দায়িত্বপালনরত ফাদারগন।
মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে ক্ষমাভিক্ষা, বাণীপাঠ এবং যজ্ঞপ্রতিষ্ঠা ও সমাপনী অনুষ্ঠান। এছাড়াও দিবসটিকে ঘিরে সাংস্কৃতিক অনূষ্ঠান, শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন আনন্দ উৎসবের আয়োজন রয়েছে।
শ্রীমঙ্গলস্থ কেন্দ্রীয় উপাশনালয়ের অধীনস্থ ২ হাজার ৫ শত খ্রিস্টভক্তরা (খ্রিস্ট ধর্মালম্বী) কাথলিক মিশনের দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করছেন।
এব্যাপারে গতকাল যোগাযোগ করা হলে শ্রীমঙ্গলস্থ কাথলিক মিশনের ইনচার্য পাল পুরোহিত ফাদার ডমিনিক সরকার সিএসি বলেন, মূলত এই দিনটি ঈশ্বর ও মানুষের মহামিলনের দিন। তাই এটি বড়দিন। বাংলায় খ্রিস্ট উৎসব, ইংরেজিতে যাকে খ্রিস্টমাস বলা হয় এবং আধুনিক বাংলায় বলা হয় ‘বড়দিন’। তিনি আরো জানান, চতুর্থশতাব্দীতে পোপ প্রথম জুলিয়ান খ্রিস্টান ঐতিহ্য গভীরভাবে পর্যবেক্ষন করেন এবং ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করার জন্য নির্দিষ্ট করে দেন। সেই সময় থেকে অদ্যাবধি খ্রিস্টানগন ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে থাকে।
শ্রীমঙ্গলস্থ কেন্দ্রীয় উপাশনালয়ের অধিনস্থ এলাকাকে তারা কাথলিক ধর্মপল্লী হিসেবে আখ্যায়িত করেন। সেভাবে এই পল্লীর আওতাধীন রয়েছে ৭৪টি কাথলিক গ্রাম বা এলাকা। কাথলিক ধর্মপল্লীর আওতাধীন রয়েছেন প্রায় ১০ শহস্রাধীক খ্রিস্ট ধর্মাবলম্বী। যাদের অধিকাংশ বিভিন্ন চা বাগান ও খাসিয়া পুঞ্জিতে বসবাস। এই দিনে প্রতিটি এলাকায়ই উৎসবের আমেজে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তবে কেন্দ্রীয় অনুষ্ঠানস্থল ছাড়াও মিশনের ১০ জন পুরোহিত ১৪টি এলাকায় একই দিনে প্রার্থনা পরিচালনা করবেন।
পুরোহিতরা হলেন, ফাদার রিচার্ড টিম সিএসসি, ফাদার জিম বেনাস সিএসসি, ফাদার ডমিনিক সরকার সিএসসি, ফাদার যোসেফ তপ্ন, ফাদার সুবল কুজুর সিএসসি,ফাদার পংকজ নকরেক সিএসসি, ফাদার মিল্টন রোজারিও, ফাদার ভিনসেন্ট বিমল রোজারিও সিএসসি, ফাদার জেমস ক্রুশ সিএসসি, ফাদার লরেন্স নরেশ দাস সিএসসি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাওছার ইকবাল/শ্রীমঙ্গল