সজল দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাগছড়া ও সোনাছড়া চা বাগানে টানা ৬দিন শ্রমিক ধর্মঘটের পর ত্রি পক্ষীয় বৈঠকে সমঝোতা হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সোমবার দুপুর থেকে দুটি চা বাগানের প্রায় আড়াই হাজার শ্রমিক কাজে যোগদান করেছে।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তনে রোববার রাতে বাগান মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের ত্রি পক্ষীয় বৈঠকে বাগান কর্তপক্ষ চা বাগান ব্যবস’াপককে প্রত্যাহার করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। টানা ৬ দিনের ধর্মঘট শেষে সোমবার সকাল থেকে জাগছড়া ও সোনাছড়া চা বাগানের প্রায় আড়াই হাজার শ্রমিক কাজে যোগদান করেছে। এ বৈঠকে উপসি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, ফিনলে জিএম এস এন তাহের, কালীঘাট ডিজিএম এ সারোয়ার, বাংলাদেশ চা  শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক বিজয় বুনার্জী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মনির ও শ্রমিক নেতৃবৃন্দ।
উল্ল্যেখ্য, মৌলভীবাজার জেলার ফিনলে টির জাগছড়া ও সোনাছড়া চা বাগানে এক শ্রমিকের পেশা পরিবর্তন, বাগানের অস’ায়ী শ্রমিকদের দৈনিক হাজিরা ৩৫ টাকা থেকে ৪৮ টাকা করা, শ্রমিকদের আবাসন ব্যবস’ার উন্নয়ন ও ম্যানেজারের নানাবিদ নির্যাতনের প্রতিবাদে  গত মঙ্গলবার থেকে দুই বাগানের প্রায় আড়াই হাজিরা শ্রমিক ধর্মঘটের ডাক দেয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here