মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের টয়লেট থেকে শামীম(৩০) নামের এক যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হরপাড়া জামে মসজিদের টয়লেট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে সিএনজি গাড়ীর কাগজপত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করেন। সকালে লাশ দেখে স’ানীয় জনতা পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার এস.আই মনির হোসেন জানান, মোবাইল ফোনের সুত্র ধরে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। নিহত শামীম মুন্সীগঞ্জের,লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের মৃত নাদু বেপারীর ছেলে। তার গলায় ও হাতে শক্ত দড়ি পেচানো জিহ্বায় কামড় দেওয়া ও পুরো শরীর আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।
নিহতের নিহনের ভাগ্নে রহিম জানায়, তার মামা শামীম সোমবার সন্ধ্যায় মিরপুরের ভাইয়ের বাসা থেকে গ্রামের বাড়ীতে আসার পথে নিখোজ হয়। শামীম ৬ মাস আগে বিয়ে করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী সাবিবর আহমেদ/মুন্সিগঞ্জ