ঢাকা: রাজধানীর মতিঝিলের বক চত্বর বিমান অফিসের সামনে শ্রমিক লীগের সমাবেশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এতে এক নারী কর্মীসহ চারজন আহতের খবর পাওয়া গেছে।

এরা হলেন- মহিলা শ্রমিক লীগের সম্পাদিকা তাসলিমা আক্তার সিমা (৩৫), সিটি করপোরেশনে সড়ক বিভাগে কর্মকর্তা আরমান (৫৮), কামরাঙ্গীচর ৫৭নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম মাঝি (৫৭) ও শ্রমিক লীগের কর্মী সিদ্দিক (৩০)।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আব্দুল গণি রাজা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বিমান অফিসের সামনে শ্রমিক লীগের কর্মীরা ১৮ দলীয় জোটের ডাকা তিনদিনের হরতালের প্রতিবাদে সমাবেশ করছিলেন। এসময় হঠাৎ পিকেটাররা সমাবেশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার সত্যতা স্বীকার করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, বেলা সোয়া ১১টার দিকে শ্রমিক লীগের সমাবেশ চলাকালীন হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। তবে এ পর্যন্ত চারজনকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আকরাম (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তিনিও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞেসাবাদের জন্য থানা নিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here